Suvendu Adhikari News: শুভেন্দুকে হাওড়ায় যেতে নিষেধ করে চিঠি পুলিশের

2022-06-12 1

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হাওড়ায় (Howrah) যেতে নিষেধ করে চিঠি পুলিশের। কাঁথি থানার (Contai Police Station) তরফে লেখা চিঠিতে বলা হয়েছে, ট্যুইটার হ্যান্ডল থেকে পুলিশ জানতে পারে, আজ হাওড়া গ্রামীণ এলাকায় যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কিন্তু হাওড়া গ্রামীণ ও হাওড়া পুলিশ কমিশনারেটের অধীন কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য আদালতের নির্দেশের কথা মাথায় রেখে তাঁকে হাওড়ায় যেতে নিষেধ করা হচ্ছে। বিরোধী দলনেতাকে লেখা চিঠিতে উল্লেখ কাঁথি থানার পুলিশের (Contai Police Station)।

Videos similaires