পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কাঁথি থানায় বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে দায়ের করলেন তৃণমূলের (TMC) রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। গতকাল কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও দেবেন বলে জানিয়েছেন। বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। রাজ্যে অশান্তি থামানোর দায় মুখ্যমন্ত্রীর, প্রতিক্রিয়া বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।