পয়গম্বর বিতর্কে গতকালের অশান্তির পর আজ থমথমে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর (Rejinagar) ও বেলডাঙা (Beldanga)। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। বেলডাঙা (Beldanga) ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।