Alipurduar News: 'রাজ্য জমি না দিলে রেলের জমিতেই মেডিক্যাল কলেজ', সরব জন বার্লা

2022-06-12 164

রাজ্য (West Bengal) জমি না দিলে রেলের জমিতেই তৈরি হবে মেডিক্যাল কলেজ (Medical College)। রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার (Alipurduar) ডিভিশনের ডিআরএম-এর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John barla)। তাঁর অভিযোগ উন্নয়নের কাজে পাশে থাকতে চাইছে না রাজ্য। বিজেপি (BJP) সাংসদকে কড়া ভাষায় জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

Videos similaires