হাওড়ার (Howrah) পর মুর্শিদাবাদ (Murshidabad)। পয়গম্বর (Prophet Row) নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হিংসা ছড়াল রেজিনগরে (Reginagar)। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি, পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ। এখনও অবরুদ্ধ জাতীয় সড়ক।