মোটরবাইকে যেতে যেতেই হঠাৎ ধেয়ে আসে গুলি। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। তারপর সব শেষ। পার্ক সার্কাসের (Park Circus) গুলিকাণ্ডের সেই হাড় হিম করা মুহূর্তের CCTV ফুটেজ (CCTV Footage) এল এবিপি আনন্দর হাতে। কোন কোন রাস্তায় ঘুড়ে গুলি চালিয়েছিলেন কনস্টেবল চোডুপ লেপচা? ঘুড়ে দেখলেন আমাদের দুই প্রতিনিধি।