পার্ক সার্কাসে আত্মঘাতী পুলিশ কর্মী চোডুপ লেপচা ও তাঁর ছোড়া গুলিতে নিহত রিমা সিংহর মৃতদেহ রাখা আছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। হাসপাতাল সূত্রে খবর, বেলা ১২টার পর দু’ জনের দেহ নিয়ে যাওয়া হবে এনআরএসে। সেখানেই দু’ জনের দেহের ময়নাতদন্ত হবে।