East Burdwan News: কব্জি কেটে নেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ

2022-06-11 367

সরকারি চাকরি পাওয়ায় স্ত্রীর হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। ধৃত সম্পর্কে রেণু খাতুনের স্বামী শের মহম্মদ শেখের মাসতুতো ভাই। পুলিশ সূত্রে দাবি, মূল অভিযুক্ত শের মহম্মদের সঙ্গে সুপারি কিলারদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ধৃত চাঁদ মহম্মদ শেখ। 

Videos similaires