Park Circus-এ এলোপাথাড়ি গুলিতে নিহত মহিলা, আত্মঘাতী পুলিশ কর্মী

2022-08-24 0

পার্ক সার্কাসে পুলিশের গুলিতে নিহত মহিলা। পরে এলোপাথাড়ি গুলিতে আত্মঘাতী পুলিশ কর্মীও। যার জেরে শুক্রবার ভরদুপুরে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস এলাকা। বাংলাদেশ হাইকমিশনে কর্তব্যরত পুলিশ কর্মী কেন এলোপাথাড়ি গুলি চালালেন, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।

Videos similaires