WB HS Results Toppers: পরীক্ষার আগে টেবিলটা আবদার করেছিল, ওটাই দিতে পেরেছিলাম, প্রতিক্রিয়া রহিনের মা রিনি সেনের

2022-06-10 399

"বাড়িতে একটা ল্যাপটপ। সেটাই আমি ক্লাস করতাম। আমার মেয়ে ট্যাবে ক্লাস করত। ও কোনওদিন ডেস্কটপ বা ল্যাপটপ চায়নি। আমরা ভাবতাম মোবাইলে অনলাইনে লেখাপড়া করতে অসুবিধা হয়। আমাদের বাড়িতে একটাই ঘর। রহিন আর ওর দাদার একটাই টেবিল। পরীক্ষার আগে আবদার করেছিল যেন কয়েকমাসের জন্য টেবিলটা ওকে দিয়ে দিই। ওটাই খালি দিতে পেরেছিলাম।'' জানালেন তৃতীয় স্থানাধিকারী রহিনের মা রিনি সেন। 

Videos similaires