নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগরে মতুয়াদের রেল অবরোধ। গেদে রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত। অবরোধের জেরে কল্যাণী স্টেশনে আটকে পড়েছে মৈত্রী এক্সপ্রেস। তারকনগর হল্ট স্টেশনে রেললাইনে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ।