Coochbihar: বর্ষার শুরুতেই বেহাল কোচবিহারের বাবুরহাট এলাকার রাস্তার একাংশ। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা। Bangla News

2022-06-09 20

বর্ষার শুরুতেই বেহাল কোচবিহারের বাবুরহাট এলাকার রাস্তার একাংশ। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা। রাস্তা মেরামতি নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। অন্যদিকে, রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের দাবিতে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ঘণ্টাদুয়েক চলে বিক্ষোভ।

Videos similaires