উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কুলসুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ২২ জন বাসিন্দার দাবি, তালিকায় নাম উঠলেও দেড় বছর ধরে তাঁরা টাকা পাচ্ছেন না। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, আবেদনের পদ্ধতিগত ত্রুটির কারণে সময় লাগছে।