নদিয়ায় দলীয় নেতৃত্বকেই তোপ দাগলেন মদন মিত্র। ‘যাঁরা দীর্ঘদিন ধরে নদিয়ার দায়িত্বে ছিলেন, কী কাজ করেছেন জানি না’।‘নদিয়া জেলার নেতাদের পকেট ভারী হয়ে গেছে’।‘কৃষকের ঘরে ভোট থাকে’।‘টেন্ডারের কাগজে ভোট হয় না’, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।