CBI: হাইকোর্টের নির্দেশের পরই 'রঞ্জন'-রহস্যভেদে তৎপর সিবিআই

2022-06-09 42

হাইকোর্টের নির্দেশের পরই রঞ্জন-রহস্যভেদে তৎপর সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডলের নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় চন্দনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এর আগে প্রাথমিকে চাকরি বিক্রি হয় বলে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। 

Videos similaires