Bhowanipore Couple Murder: ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি! প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

2022-06-09 38

ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি, প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নেন ব্যবসায়ী অশোক শাহ। চাপ দেওয়ায় কিছু টাকা ফেরত দেন তিন। কিন্তু ব্যবসায় মন্দার কারণ দেখিয়ে বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন অশোক।সেই টাকা আদায় করতেই দুষ্কৃতীরা শাহ দম্পতির ভবানীপুরের বাড়িতে হানা দেয় বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের সিসি ক্যামেরায় ধরা পড়েছে শাহ দম্পতির মেজ জামাইয়ের দূর সম্পর্কের ওই আত্মীয়ের ছবি। শুধু টাকা উদ্ধার নিয়ে বিবাদের জেরেই খুন, নাকি অন্য কোনও কারণও রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

Videos similaires