Ananda Sakal (1): ভবানীপুরে জোড়া খুনের কিনারা, ২ জনকে গ্রেফতার করল পুলিশ

2022-06-09 45

ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা। ২ জনকে গ্রেফতার করল পুলিশ। টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যায় খুনের ছক, অর্থের বিনিময়ে খুন, ধারণা পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত। মৃত দম্পতির এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদে মিলেছে সূত্র, খবর সূত্রের। এখনও অধরা মাস্টারমাইন্ড, খবর পুলিশ সূত্রে। 

Videos similaires