মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ। মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা। কাল আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে। একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুরকে গ্রেফতার করে লালবাজারের সাইবার সেল ও গুন্ডাদমন শাখা।