7 Tay Bangla: 'রেণু খাতুনকে কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেওয়া হবে': মুখ্যমন্ত্রী
2022-06-08
150
‘কেতুগ্রামে হাত খোয়ানো রেণু খাতুনকে নার্সিংয়েই চাকরি দেওয়া হবে। রেণুর কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ডে কেন চিকিৎসা হল না, মুখ্যসচিবকে দেখতে নির্দেশ দিয়েছি’, জানালেন মুখ্যমন্ত্রী।