‘কেতুগ্রামে হাত খোয়ানো রেণু খাতুনকে নার্সিংয়েই চাকরি দেওয়া হবে। রেণুর কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ডে কেন চিকিৎসা হল না, মুখ্যসচিবকে দেখতে নির্দেশ দিয়েছি’, জানালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে ভবানীপুর জোড়া খুনের ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'আগে এইরকম ঘটনা ঘটেনি। বাইরে থেকে এসে অশান্ত করার চেষ্টা, বরদাস্ত করব না। সব ধর্মের মানুষ ভবানীপুরে একসঙ্গে থাকে। কড়া ব্যবস্থা নিতে হবে।'