নবম-দশম শিক্ষক-নিয়োগ মামলা সংক্রান্ত নথি সিবিআইকে পাঠাতে নির্দেশ‘নথি দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সিবিআই’দক্ষিণ দিনাজপুরের চাকরিপ্রার্থী অনুপ গুপ্তর দায়ের করা মামলার প্রেক্ষিতে নির্দেশনির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা‘মেধাতালিকায় ২০০ তম স্থানে ছিলেন অনুপ গুপ্ত’‘মেধাতালিকায় ২৭৫ নম্বর স্থানে থেকেও চাকরি পেয়েছেন সিদ্দিক গাজি’অভিযোগ তুলে হাইকোর্টে মামলা অনুপ গুপ্তর৬ ই জুন সিদ্দিক গাজির চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত‘ডেটা রুম সিআরপিএফের দখলে থাকলেও ভুয়ো নিয়োগ বাতিলে কমিশনের অসুবিধা কোথায়?’‘চাকরি বাতিলের নির্দেশিকা আগেই জারি হলেও কেন আদালত ও মামলাকারীদের জানানো হয়নি?’প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার‘যাঁরা চাকরি না পেয়ে অসন্তুষ্ট তাঁদের জন্য অতিরিক্ত পদ তৈরি হয়েছে’‘এই প্রক্রিয়া আসলে একটি অসুখ ঢাকতে আরেকটি অসুখ ডেকে আনা’‘এক্ষেত্রে নিয়োগে নতুন করে দুর্নীতি হবে না সেই প্রতিশ্রুতি কে দেবেন?’প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার