পয়গম্বর নিয়ে বিজেপি নেতা-নেত্রীর মন্তব্যের জের। দিল্লি-সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার। চিঠি দিয়ে দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে ওই জঙ্গি সংগঠন। এই হামলাকে পয়গম্বরের সম্মান রক্ষার্থে লড়াই বলে উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, দিল্লি, মুম্বই, গুজরাত এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুক। যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। পয়গম্বরকে নিয়ে বিজেপি নেতা-নেত্রীর মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে দেশে আল-কায়দার আত্মঘাতী হামলার হুমকি উদ্বেগ বাড়িয়েছে।