Anis Khan Murder: আমতার ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, তার শুনানি শেষ হল।Bangla News

2022-06-08 125

আমতার ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, তার শুনানি শেষ হল। এদিন রাজ্য সরকারের উদ্দেশে বিচারপতিরা বলেন, অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে, এরপরেও মনে হয় মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে? আনিস-মামলায় রায়দান স্থগিত রেখেছে আদালত

Videos similaires