East Midnapore: দফতরের সামনে তারস্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রার প্রতিবাদ,কাঁথিতে নিশানায় বিডিও!

2022-06-07 9

ডিজে বাজিয়ে শোভাযাত্রা, প্রতিবাদ করায় ‘নিশানায়’ বিডিও! কাঁথিতে বিডিও অফিসের সামনে উচ্চস্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রা। প্রতিবাদ করে পুলিশ ডাকায় বিডিও অফিসে তালা দিল গ্রামবাসীরা। বিডিও অফিসে তালা দিয়ে বাজানো হয় উচ্চস্বরে ডিজে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিডিওকে সরিয়ে নিয়ে এল পুলিশ!

Videos similaires