Ekhon Kolkata(2): "মুখ্যমন্ত্রীকে নিয়ে স্পষ্ট কিছু বলতেই চিরুণি তল্লাশি করে গ্রেফতার'' মন্তব্য অনুপম হাজরার

2022-06-07 336

মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ, ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। লালবাজার সাইবার সেল, হেয়ার স্ট্রিট, চিৎপুর থানায় একাধিক অভিযোগ। গোয়া থেকে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রোদ্দুর রায়কে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। গোয়া থেকে কাল রোদ্দুর রায়কে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। "রবীন্দ্রনাথ কিংবা অন্যান্য মনীষীদের নিয়ে কুমন্তব্যের সময় গ্রেফতার নয়। কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে স্পষ্ট কিছু বলতেই চিরুণি তল্লাশি করে গ্রেফতার!'' রোদ্দুর রায়কে গ্রেফতার নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি নেতা অনুপম হাজরা। 

Videos similaires