Mamata Banerjee: তৃণমূল আসার আগে উত্তরবঙ্গের দিকে কারও নজর ছিল না: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। Bangla News

2022-06-07 1

‘সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চাই’‘মা-বোনেদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেখতে চাই’‘তৃণমূল আসার আগে উত্তরবঙ্গের দিকে কারও নজর ছিল না’‘উত্তরবঙ্গের লোককে এখন আর প্রশাসনিক কাজের জন্য দক্ষিণে যেতে হয় না’‘আপনাদের জন্য উত্তরকন্যা করে দেওয়া হয়েছে’‘৮টি কর্মতীর্থ, স্বনির্ভর গোষ্ঠীর ২২ হাজার সদস্য’‘৬০টি সড়ক প্রকল্প হয়েছে উত্তরবঙ্গে’‘উদ্বাস্তু কলোনির লোকেদের উচ্ছেদ করা হবে না’‘জলপাইগুড়ি-কোচবিহার বিজেপি জেতার পর রেল উচ্ছেদ চালাচ্ছে’‘রেল উচ্ছেদ করতে এলে কোমর বেঁধে রুখে দাঁড়ান’‘ফালাকাটায় শিল্প তালুক হবে’‘কৃষকরা বীজ পাচ্ছেন না, ডিএম-কে নির্দেশ দিয়েছি আজই দিয়ে দিতে’‘ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, বাগান খুলেছে?’‘বাংলা ভাগ কোনওমতেই হতে দেব না’‘ধর্ম যার যার থাকুক, উত্সব সবার’‘কয়েকজন নেতা আমায় ভয় দেখাচ্ছে’‘উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে, বন্দুক ভোঁতা করে দেব’‘ভোট এলেই বিজেপি এসব ভাগাভাগির কথা বলে’‘বাংলা ৪০ শতাংশ বেকারি কমিয়েছে, কেন্দ্র ৪০ শতাংশ বেকারি বাড়িয়েছে’‘৯৫ শতাংশ মানুষকে সরকারি পরিষেবার আওতায় এনেছি’‘নিজেরা চেষ্টা করুন, খোঁজ রাখুন, চাকরি মিলবে’‘তৃণমূলকে শক্তিশালী করুন, আরও পাবেন’‘কারও উপর রাগ করে, দলটাকে ভুল বুঝবেন না’‘তৃণমূল না থাকলে, কোনও প্রকল্প আগামীদিনে হবে না’‘ভুল বোঝাবুঝি থাক

Videos similaires