Sona Pappu: ৮ মাস পর ফের গ্রেফতার কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। Bangla News

2022-06-07 42

৮ মাস পর ফের গ্রেফতার কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। আরও ৭ জনকে পাকড়াও করেছে পুলিশ। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, অশান্তি-সহ একাধিক অভিযোগ রয়েছে। গতকাল বালিগঞ্জ এলাকা থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। কসবা থেকে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুর সহযোগী আরও ৭ জনকে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরেই এলাকায় হামলা ও অশান্তির ঘটনা ঘটছে। ওই সব ঘটনার সঙ্গে সোনা পাপ্পু-সহ ধৃত ৮ জনের সরাসরি যোগ রয়েছে বলে পুলিশের দাবি। 

Videos similaires