জামাই ষষ্ঠীতে মেতে উঠলেন টলিউড তারকারা। আম, জাম, কাঁঠালের সঙ্গে পাঁঠার মাংসের ঝোল কিংবা চিতল মাছের মুইঠ্যা, সবকিছু নিয়ে মেতে ওঠেন টলিউডের তারকা দম্পতিরা। দেবলীনা-গৌরব থেকে শুরু ইমন চক্রবর্তী কিংবা ত্বরিতা-সৌরভ, একের পর এক তারকা দম্পতি মেতে ওঠেন জামাই ষষ্ঠীতে।