বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন? শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, খবর সূত্রের। ফি বৃদ্ধি-সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে। স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। শিক্ষা কমিশন নিয়ে মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত, সূত্রের খবর। পরিকল্পনা স্তরে রয়েছে শিক্ষা কমিশন, জানালেন শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর জানান, "কোনও অভিযোগ থাকলে তা স্কুল কর্তৃপক্ষ দেখবে। বাইরের লোক এসে আমাকে বলতে পারে না, আমার সংসার কী করে চালাতে হবে। এখানে শিক্ষা কমিশনের কিছু করণীয় থাকবে বলে আমার মনে হয় না।"