Education Commission: বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন?

2022-06-06 29

বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন? সূত্রের খবর, শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ফি বৃদ্ধি-সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে। স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। শিক্ষা কমিশন নিয়ে মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত: সূত্র। পরিকল্পনা স্তরে রয়েছে শিক্ষা কমিশন, জানালেন শিক্ষামন্ত্রী। 

Videos similaires