Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূল নেতা আব্দুল মান্নানকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

2022-06-06 45

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ রায়কে প্রায় ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। তাঁকে দুর্গাপুরের সিবিআই ক্যাম্প ডেকে পাঠানো হয়। আজ সকাল সোওয়া ১০টা নাগাদ তিনি হাজির হন সিবিআইয়ের ক্যাম্প অফিসে। অভিজিৎ রায় বেরিয়ে আসার পর ১১টা নাগাদ সিবিআই অফিসে ঢোকেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি আব্দুল মান্নান। ভোট পরবর্তী হিংসা মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের ৩ বিধায়ক ও পূর্ব বর্ধমান এবং বীরভূমের শাসকদলের ব্লক স্তরের একাধিক নেতাকে। যে তিন তৃণমূল বিধায়ককে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিত্‍ সিংহ, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 

Videos similaires