Spy: 'বিজেপিরও চর রয়েছে' দাবি সুকান্তর, 'দরজার আড়ালের কথাও ফাঁস করতে পারি', চ্যালেঞ্জ কুণালের

2022-06-05 181

বিজেপির ভিতরে তৃণমূলের (TMC) চর আছে! রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বিপক্ষ শিবিরে তাঁদেরও লোক আছেন! এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল (TMC)! সব দলেরই আছে চর, তাঁদেরও আছে। সুকান্তর (Sukanta Mazumdar) পাল্টা দাবি ঘিরে আলোড়ন। ওরা দরজার আড়ালে কিছু বললেও, ফাঁস করতে পারি, চ্যালেঞ্জ কুণালের। চরে আস্থা বিজেপির (BJP), তাই পেগাসাস, খোঁচা অধীরের (Adhir Ranjan Chowdhury)। 

Videos similaires