আচমকা বদলি স্বাস্থ্য দফতরের অন্যতম শীর্ষ কর্তা। স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে বদলি করা হল কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর স্থলাভিষিক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক তনুশ্রী মণ্ডল। শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্তার আচমকা বদলি নিয়ে বিস্মিত চিকিত্সক মহল। এ নিয়ে স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া মেলেনি।