Howrah: হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলার অভিযোগ

2022-06-05 15

হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতী আকাশ মালিক ও সোহম মুখোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, গতকাল দলবল নিয়ে সোহমের ওপর চড়াও হয় আকাশ। দু’ পক্ষের সংঘর্ষের পাশাপাশি একরাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। আহত সোহম মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চলার কথা অস্বীকার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। 

Videos similaires