EPF Rate: চার দশকের রেকর্ড ভেঙে আরও কমল EPF-এর সুদের হার

2022-06-04 13

চার দশকের রেকর্ড ভেঙে আরও কমল EPF-এর সুদের হার। গত আর্থিক বছরে ৮.৫ শতাংশ থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার নামল ৮.১ শতাংশে। গত ৪৩ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ১৯৭৭-৭৮ সালের পর এই প্রথম EPF-এ সুদের হার এতটা কমল। গত মার্চেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা CBT। শুক্রবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল কেন্দ্র। এর ফলে বড়সড় কোপ পড়ল প্রায় পাঁচ কোটি সাধারণ মানুষের সঞ্চয়ে। 

Videos similaires