চার দশকের রেকর্ড ভেঙে আরও কমল EPF-এর সুদের হার। গত আর্থিক বছরে ৮.৫ শতাংশ থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার নামল ৮.১ শতাংশে। গত ৪৩ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ১৯৭৭-৭৮ সালের পর এই প্রথম EPF-এ সুদের হার এতটা কমল। এর ফলে বড়সড় কোপ পড়ল প্রায় পাঁচ কোটি সাধারণ মানুষের সঞ্চয়ে।