নন্দনে শো না পাওয়ার জবাব সিঙ্গল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স হাউজফুল হওয়া, বলছেন সায়নী। প্রচুর পরিচালকের ফোন আসছে জিতুর কাছে। কিন্তু কেন অপেক্ষা করতে চান তিনি? এবিপি লাইভে 'অপরাজিত'-র সাফল্যের পরে অকপট আড্ডায় জিতু কমল ও সায়নী ঘোষ।