‘ব্রিটিশ আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল জমানার অত্যাচার। ৩৪ বছরের বাম আমলেও এত অত্যাচার হয়নি বাংলায়। জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, বাংলায় আইনের শাসন নেই। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আমরা ভয় কাটাতে চাই বাংলায়। বিজেপি করলেই মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। পুলিশ দিয়ে, লুঠ করে জেতা পঞ্চায়েতকে দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।’ শনিবার মালদার জনসভা থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর।