Jhargram: 'ঠিকাদারি ছাড়া সংসার চালানো কঠিন', দলীয় পদ ছাড়লেন বুথ সভাপতি

2022-06-03 15

ঠিকাদারি করলে তৃণমূল (TMC) করা যাবে না। হলদিয়ায় (Haldia) কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (AbhisheK Banerjee)। এই পরিস্থিতিতে, দলীয় পদ ছাড়লেন বেলপাহাড়ির (Belpahari) সিমলার (Simla) তৃণমূলের (TMC) বুথ সভাপতি। তাঁর দাবি, ঠিকাদারি ছাড়া তাঁর পক্ষে সংসার চালানো কঠিন। দল আগে না ঠিকাদারি আগে? তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

Videos similaires