Loot : টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথে অমৃতসর মেলে ‘লুঠ’ বাংলার জিমন্যাস্ট দলের খেলোয়াড়দের সম্পত্তি

2022-06-03 10

টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথে বিপাকে বাংলার জিমন্যাস্ট দল বিহারের মোকামা-পাটনা শরিফের মধ্যে অমৃতসর মেলে ‘লুঠ’ হরিয়ানায় ‘খেলো ইন্ডিয়া’য় যোগ দিতে যাচ্ছিল বাংলার জিমন্যাস্ট দল ‘জিমন্যাস্ট দলের প্রায় লক্ষাধিক টাকা, নথি, ক্রেডিট-ডেবিট কার্ড লুঠ’ ‘গভীর রাতে চেন কেটে স্যুটকেশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা’ ‘বারবার বলা সত্ত্বেও এখনও রেলের কাছে জানানো যায়নি অভিযোগ’ ‘বলা হয় দিনদয়াল স্টেশনে চুরির অভিযোগ জানানো যাবে’ ‘দিনদয়াল স্টেশনে ট্রেন ছাড়ার মুহূর্তে বলা হয় আম্বালায় অভিযোগ জানাতে হবে’ অমৃতসর মেলে লুঠ নিয়ে এমনই অভিযোগ বাংলার জিমন্যাস্ট দলের

Videos similaires