'কে কে-র অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে এখনও কোনওরকম অস্বাভাবিকতা নজরে পড়েনি। কে কে-র (K K) অনুষ্ঠানে আসন সংখ্যার থেকে কিছু বেশি দর্শক ছিলেন। অনুষ্ঠানের সময় দর্শকাসনে কিছু ফাঁকা জায়গাও ছিল।’ শুক্রবার নজরুল মঞ্চের পরিস্থিতি বিতর্কে এমনটাই জানালেন কলকাতা পুলিশের কমিশনার (Kolkata Police) বিনীত গোয়েল (Vineet Goyal)। এ দিন একটি সাংবাদিক বৈঠক করা হয় কলকাতা পুলিশের তরফে। সেখানে বলা হয়, ‘নজরুল মঞ্চের ভিতরে কাউকে সেভাবে ঘামতে দেখা যায়নি। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার হয়েছিল মঞ্চের পিছন দিকে’।