WB Madhyamik Results 2022: "কোনও দিন কারোর চাপ ছিল না, নিজের মতো পড়েছি,'' প্রতিক্রিয়া পঞ্চম স্থানাধিকারী শুভ্রর
2022-06-03 108
"কোনও দিন কারোর চাপ ছিল না। স্যার বা মায়ের চাপে পড়াশোনা করিনি। নিজের মতো করে পড়তাম। রোজকার পড়া ছাড়া গল্পের বই পড়তাম।'' প্রতিক্রিয়া মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী শুভ্র দত্তর।