WB Madhyamik Results 2022: "চিকিৎসক হতে চাই'' জানালেন প্রথম স্থানাধিকারী অর্ণব ঘড়াই
2022-06-03 1
প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। যার মধ্যে অন্যতম বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। তিনি বলেন, চিকিৎসক হতে চাই। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছি।