মালদার ইংরেজবাজারে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার অস্ত্র কারবারি। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইংরেজবাজারের মিল্কি এলাকায় অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করে কালিয়াচকের বাসিন্দা ইসরাফিল শেখকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্রগুলি ঝাড়খণ্ডের রাজমহল থেকে আনা হয়েছিল বলে এসটিএফ সূত্রে খবর। এত অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে।