Hooghly: পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স, মিলছে না পরিষেবা, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

2022-06-02 17

পঞ্চায়েতের নিজস্ব অ্যাম্বুল্যান্স থাকলেও, পরিষেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা। এমনই অভিযোগ উঠল হুগলির শ্রীরামপুরের তৃণমূল পরিচালিত পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রতিবাদে আজ পঞ্চায়েত অফিস ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, অ্যাম্বুল্যান্সটি ২ বছর ধরে পড়ে নষ্ট হলেও বিনামূল্যে পরিষেবা মিলছে না। অ্যাম্বুল্যান্স চালকের ঘাড়ে দায় চাপিয়ে তৃণমূল সদস্যের দাবি, বিধায়কের কাছে নতুন অ্যাম্বুল্যান্স চাওয়া হয়েছে। বিজেপির কটাক্ষ, কাটমানি পকেটে আসায়, অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে মাথা ঘামাচ্ছে না শাসকদল।

Videos similaires