Ekhon Kolkata: কে কে-র মৃত্যুতে শিক্ষা, কলেজ ফেস্টের আগে পরিকাঠামো জানাতে হবে রাজ্য শিক্ষা দফতরকে

2022-06-02 35

কেকে-র মৃত্যু থেকে শিক্ষা, কলেজ-ফেস্টে সতর্ক সরকার। ‘কলেজের কনসার্টে কী ধরনের পরিকাঠামো, জানাতে হবে, কী ধরনের পরিকাঠামো, জানাতে হবে শিক্ষা দফতরকে,’ নজরুল মঞ্চে বিশৃঙ্খলার প্রেক্ষিতে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।