কেকে-র হোটেলের রুম থেকে মিলল গ্যাসট্রিক-লিভারের ওষুধ। ১০টি ওষুধ পাওয়া গেলেও মেলেনি কোনও প্রেসক্রিপশন: খবর সূত্রের। ‘হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধ খেতেন কেকে, পুলিশের কাছে এমনই জানায় কেকে-র পরিবার: সূত্র। ‘৩১ মে-র রাতে হোটেলের রুমে ঢুকে পড়ে যান কেকে’। ‘সোফা ধরতে গিয়ে পড়ে গিয়ে মাথা-কনুইয়ে আঘাত’। ‘তড়িঘড়ি হোটেলের ফ্লোর ম্যানেজারকে ডাকেন কেকে-র ম্যানেজার’। ‘২জনে মিলে তুলতে না পেরে ডাকা হয় আরও ২জনকে’। ‘সঙ্গে সঙ্গে ফোন করা হল অনকল চিকিৎসককে’। ‘হার্ট অ্যাটাক বলে সন্দেহ করে হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক’।হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কেকে-কে মৃত বলে ঘোষণা: পুলিশ সূত্র।