Arjun on KK: 'কীভাবে কেন.. এই আলোচনা চলবে চিরজীবন, কিন্তু মানুষটাকে হারালাম' বলছেন অর্জুন

2022-06-01 38

সুরের হাত ধরেই সুরলোকে পাড়ি দিলেন কেকে! ময়নাতদন্তের পর কলকাতা থেকে পৌঁছল শিল্পীর মরদেহ। কাল দুপুর ১টায় মুম্বইয়ের ভারসোভা শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য। সকাল সাড়ে ১০টা থেকে মরদেহ শায়িত থাকবে ভারাসোভার পার্ক প্লাজায়।