Srijato on KK: এত অসুবিধা হল যে তাঁকে বাঁচানো গেল না? কলকাতার বাসিন্দা হিসেবে এই আক্ষেপ ভোলার নয়: শ্রীজাত

2022-06-01 153

গানের সুরে আসমুদ্র হিমাচলের মন জয় করা সঙ্গীতশিল্পী KK, কৃষ্ণকুমার কুন্নথকে গান স্যালুট দিয়ে চিরবিদায় জানাল শোকাতুর তিলোত্তমা। সকাল পৌনে ১১টা নাগাদ সিএমআরআই থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় কেকে-র মরদেহ। সেখানে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। কান্নায় ভেঙে পড়েন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী। তাঁকে স্বান্তনা দেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে। কাল মুম্বইয়ের ভারসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।