Sidhu Moosewala এর মৃত্যুতে উত্তেজনা, শোকস্তব্ধ অনিল, আরমানরাও

2022-08-24 1

পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার মৃত্যুতে পারদ চড়তে শুরু করেছে। সিধু মুসওয়ালাকে কেন গুলি করা হল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রবিবার পাঞ্জাবের মনসায় সিধু মুসওয়ালার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা গায়ককে মৃত বলে ঘোষণা করেন।